প্রবল ঠাণ্ডা আর হিংস্র প্রাণীদের হাত থেকে আগলে রেখে তিন বছরের এক শিশুকে বাঁচালা একটি কালো ভালুক! এমন ঘটনা ঘটেছে উত্তর ক্যারোলিনার বরফ ঢাকা জঙ্গলে! হারিয়ে যাওয়া ওই শিশুটির নাম ক্যাসি হাথওয়ে।
শিশুটি দুদিন ধরে গভীর জঙ্গলে হারিয়ে যায়। তাকে পাওয়ার জন্য হণ্যে হয়ে খুঁজছে সবাই। কোথাও খোঁজ মিলছে না। অনেকে ধরে নিয়েছিল শিশুটি মারা গেছে। কিন্তু অবাক করার মত হলেও সত্য যে, হারিয়ে যাওয়া ওই শিশুটিকে টানা দু’দিন ধরে প্রবল ঠাণ্ডা আর হিংস্র প্রাণীদের হাত থেকে আগলে রেখেছিল একটি কালো ভালুক!
বৃহস্পতিবার গভীর রাতে একটি উদ্ধারকারী দল যখন শিশুটির সন্ধান পায়, তখন তার পাশেই ছিল ভালুকটি। ক্র্যাভেনের শেরিফ চিপ হুগেসের কথায়, ‘হারিয়ে যাওয়া শিশুটি বলেছে, জঙ্গলের মধ্যেই সে বন্ধুর খোঁজ পেয়েছিল। আর সেই বন্ধু হল একটি কালো ভালুক।’
গত মঙ্গলবার ক্র্যাভেন কান্ট্রির জঙ্গলে হারিয়ে যাওয়ার পরেই হেলিকপ্টার এবং ড্রোন নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছিলেন মার্কিন কে-নাইন ইউনিটের উদ্ধারকারীরা। এছাড়া ওই অভিযানে যোগ দিয়েছিলেন শ’খানেক স্থানীয় স্বেচ্ছাসেবকও।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন