কয়েকদিন আগে ‘ভৌগ ইতালিয়া’র জন্য যে নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন সুপার মডেল কেন্দাল জেনার (২৩)। এ সময় তার হাতে ছিল হলুদ গ্লোভস বা মেরিগোল্ড। এবার কেন্দাল জেনারের অনুকরণ করে নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন যুক্তরাজ্যের কয়েকজন পরিচ্ছন্নকর্মী। তাদের কেউ পেশাদার পরিচ্ছন্নকর্মী। কেউ পার্কে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। কেউ গৃহস্থালির। কিন্তু গ্লোভস পরে এভাবে পোজ দিতে পেরে তারা নিজেদের গর্বিত এবং আবেদনময়ী মনে করছেন।
এসব পরিচ্ছন্নকর্মীদের দাবি, প্রতিদিন তারা এ ধরনের মেরিগোল্ড পরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে থাকেন। কিন্তু তাদের নিজেদের কাছে কোনোদিন আকর্ষণীয় কিংবা যৌন আবেদনময়ী মনে হয়নি। তবে হলুদ গ্লোভস পরে কেন্দাল জেনারের ফটোশুট তাদের অনুপ্রাণিত করেছে। তাদের দাবি, এখন তারা বুঝতে পেরেছেন এই রাবারের হলুদ গ্লোভসে একজন নারী কতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব