রানওয়েতে নামতে গিয়ে ঘটতে পারত বিরাট বিপর্যয়। ঘটল না শুধু পাইলটের কৃতিত্বে। আশ্চর্য রক্ষা পেলেন বিমানযাত্রীরা। ভারতের হায়দরাবাদ থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ার ওয়েজ'র বিমানটি লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার সময়েই ঘটে এই ঘটনা।
জানা যায়, বিমানটি রানওয়েতে মাটি ছুঁতে না ছুঁতেই প্রবল বাতাসের কারণে বাউন্স করে। টলমল করে ওঠে বিমান। এই পরিস্থিতিতেই সামলে নেন পাইলট। মাটি স্পর্শ করার এক সেকেন্ডের মধ্যে তিনি উড়িয়ে নেন বিমানটিকে। সেটা না করলে হয়তো ক্র্যাশ করে যেতে পারত বিমানটি।
বিগ জেট টিভি এই ঘটনার ভিডিও তাদের টুইটার হ্যান্ডলে পোস্ট করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। ৪ মিলিয়ন ছাড়িয়ে যায় ভিউয়ারের সংখ্যা। যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য পাইলটকে ধন্যবাদ দিচ্ছেন নেটিজেনরা।
https://twitter.com/i/status/1093858770961223680
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর