আদর যত্ন করে পোষা ১০ ফুটের কিং কোবরাকে গোসল করিয়ে দিচ্ছেন মালিক। সম্প্রতি গা শিরশির করা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ১০ ফুটের কিং কোবরাকে রীতিমত সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে গোসল করিয়ে দিচ্ছেন ওই ব্যক্তি। পরে কোলে করে রোদ পোহাতেও নিয়ে গেছেন কিং কোবরাকে।
ভিডিও দেখে মনে হতেই পারে সাপটির বিষ দাঁত নেই। একদমই তা নয়, ওই ব্যক্তি দেখিয়ে দেন বিষধর সাপের বিষ দাঁত। ভাইরাল হওয়া ভিডিও ঠিক কোন জায়গার তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন