চীনে একটি পোষা প্রাণীর দোকানে কুকুরকে রং করে পান্ডার মতো করে সাজানো হয়। সম্প্রতি বিষয়টি ক্রেতাদের চোখে ধরা পড়ে। এরপর থেকেই বিতর্কের মুখে পড়েন দোকানের মালিক।
অনেকের অভিযোগ, রং করায় যেকোনও চর্মরোগে আক্রান্ত হতে পারে কুকুরগুলো। এর কারণে কুকুরছানাগুলোর স্বাভাবিক সৌন্দর্য্যকে অবহেলা করেছেন এর মালিক। তবে মানুষের এসব অভিযোগকে পাত্তা দেননি দোকানের মালিক।
তিনি বলছেন, ‘রং করার পর কুকুরগুলো ভালো আছে। তারা মজা করছে, খেলা করছে। আমি খুবই দামি ও নিরাপদ রং ব্যবহার করেছি, যাতে সেগুলো অসুস্থ না হয়।’
জানা গেছে, প্রায় ১৮ হাজার টাকার বিনিময়ে ওই দোকানে অন্যের প্রাণীও রং করা হয়। তবে এই অভিযোগও অস্বীকার করেছেন দোকানের মালিক।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ