সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্বর্ণ ও হিরা দিয়ে সাজানো এক বহুমূল্যবান টয়লেট। চীনের আন্তর্জাতিক ইমপোর্ট এক্সপোতে এটি দেখা গেছে। নির্মাতা হংকংয়ের অলঙ্কার ব্র্যান্ড ‘করোনেট।’
এটির আসন বুলেট প্রুফ। টয়লেটটি নির্মাণে খরচ হয়েছে ১৩ লাখ ডলার। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১১ কোটি টাকা।
‘ডেইলি মেইল’ জানিয়েছে, এই টয়লেটের নির্মাণে বুলেট প্রুফ কাঁচ ব্যবহৃত হয়েছে। সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে ৪০ হাজার ৮১৫টি হিরা। সব মিলিয়ে ৩৩৪.৬৮ ক্যারেট হিরা দিয়ে তৈরি এই মহার্ঘ টয়লেট।
সবচেয়ে বেশি হিরা বসানো টয়লেটের ক্যাটাগরিতে গিনেস বুকে নাম তুলতে চায় এই কমোডের প্রস্তুতকারী সংস্থাটি। ওই আন্তর্জাতিক সম্মেলনে ৪০০ ক্যারেটের হিরা বসানো একটি গিটারেরও প্রদর্শনী করা হয়েছে।
ওই গিটারটির দাম প্রায় ২ মিলিয়ন ডলার। হিরা বসানো গোলাপি একটি হাই হিল জুতাও রয়েছে এই তালিকায়, যার দাম ৪ দশমিক ২৫ মিলিয়ন ডলার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন