অসাধারণ শিল্প সৃষ্টি। কেন না শিল্পের মাধ্যমেই সবার মনে বেঁচে থাকেন শিল্পীরা। একই প্রচলিত কথা আছে শিল্পের জন্য বেঁচে আছেন শিল্পীরা। এক শিল্পীর নৈসর্গিক ক্যারিশমা। এমনই একটি নিদর্শন ফেসবুকে পাওয়া গেছে। সেখানে দেখা যায় সমস্ত গাড়ি, লরির টায়ার দিয়ে তৈরি হয়েছে অনবদ্য শিল্প সৃষ্টি।
এই অনবদ্য শিল্পের জন্য কতখানি সময় ব্যয় হয়েছে যা জানলে রীতিমত অবাক হতে হবে সবাইকে। প্রায় ২ মাসেরও বেশি কঠোর পরিশ্রম, শিল্পময়তা সব মিলিয়ে অনবদ্য সৃষ্টি হয়েছে। ফুটে উঠেছে আস্ত একটি হাতির চেহারা। যা রীতিমত সব মহলে প্রশংসা পেয়েছে। তবে এরজন্য অনেক সময় ও পরিশ্রম ব্যয় হলেও খরচ হয়নি একটি টাকাও এমনই এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যা দেখে প্রায় প্রত্যেকেই চমকে উঠেছেন। আপাতত সবার একটাই প্রশ্ন আদৌ কি সম্ভব? সূত্র : নিউজ এইট্টিন
বিডি প্রতিদিন/আরাফাত