ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে গেল থাইল্যান্ডে। দেশটির একটি বিনোদন পার্কে চলন্ত নাগরদোলা থেকে পড়ে গেলেন ৫জন।
'পাইরেটস অব দি ক্যারিবিয়ান' থিমে সাজানো হয়েছিল দোলনাটি। বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন তাতে। অনেক দ্রুত গতিতে দুলছিল দোলাটি। ওপর থেকে নিচে নামার সময় ৫ জন হঠাৎ নিজেদের ভারসাম্য হারিয়ে পড়ে যায়। সামনে থাকা রেলিংও ছিল বেশ নড়বড়ে। ফলে সেই রেলিং ঠেলে বাইরে মাঠে পড়ে যান তারা।
এমন ঘটনা ঘটতেই সকলে হতবাক হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় নাগরদোলাও। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। ভিডিওটি দেখে বেশ ভয় লাগবে। কারণ বিভিন্ন সময় অনেকেই এমন নাগরদোলা চড়ে থাকেন।
ভিডিওটি দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন-
https://twitter.com/CGTNOfficial/status/1201481137350045698
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ