আমরা কখনও সাহায্যকারীকে ধন্যবাদ জানাতে ভুলে গেলেও এই স্লথটি কিন্তু ভুলেও সেই ভুল করল না। এক ব্যক্তি গাড়ি থামিয়ে রাস্তা থেকে তুলে তাকে তার বাসস্থানে পৌঁছে দিল। আর স্লথটিও সেই ব্যক্তিকে ‘কৃতজ্ঞ বদনে হাত তুলে ধন্যবাদ’ জানাল।
এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
স্লথ দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকার জঙ্গলে পাওয়া যায়। চার পেয়ে এই স্তন্যপায়ী প্রাণীগুলি খুব ধীরে হাঁটা-চলা করে। আর দিনের বেশিরভাগ সময়টাই গাছের ডালে অলস ভাবে শুয়ে কাটিয়ে দেয়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ান তার ভেরিফায়েড টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, রাস্তার উপর থেকে একটি ছোট স্লথকে তুলে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রাস্তা পেরিয়ে পাশের জঙ্গলে একটি গাছের উপর রেখে দিচ্ছেন। স্লথটিও গাছের অবলম্বন পেয়ে সেটিকে জড়িয়ে ধরছে চার পা দিয়ে।
গাছে পৌঁছে স্লথটিও ‘ধন্যবাদ’ জানায় তার উদ্ধারকারীকে। তিন পায়ে গাছটিকে আঁকড়ে ধরে, মুখ ঘুরিয়ে একটি পা, হাত তোলার ভঙ্গিতে বাড়িয়ে দেয়। ঘটনাটি দেখলে মনে হবে শ্লো মোশানের কোনো ভিডিও দেখছেন। ধন্যবাদ জানিয়ে আবার সেই রকম ধীর গতিতেই গাছের আরও উপরের দিকে উঠতে শুরু করে স্লথটি।
ভিডিওটি সংগৃহীত
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন