তানজানিয়াতে ৫৭ বছর বয়সী একটি গণ্ডারের মৃত্যু হয়েছে, ধারণা করা হচ্ছে এটিই বিশ্বের সবচেয়ে বৃদ্ধ গণ্ডার। তিন বছর বয়সে প্রথম দেখা যায় ফস্টা নামের কালো ওই গণ্ডারটিকে।
৫৪ বছর স্বাধীনভাবে ঘুরাফেরা করেছে ফস্টা। বয়সজনিত কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দেয়ায় বিশেষ পর্যবেক্ষণে ছিল। ফস্টার কোনো সন্তান ছিল না- এটিই তার দীর্ঘ সময় বেঁচে থাকার পেছনে ভূমিকা রাখতে পারবে। ২০১৬ সালে তার দৃষ্টিক্ষমতা কমতে থাকে। হায়েনার আক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েছিল ফস্টা।
চিকিৎসক ফ্রেডি মানোগি বলেছেন, হিংস্র বন্যপ্রাণী বিশেষ করে হায়েনারা তাকে আক্রমণ করা শুরু করে। এতে তার শরীরে ভয়াবহ ঘা হয়। ২০১৬ সালে আমরা তাকে বন্য জীবন থেকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসি।
বিডি প্রতিদিন/ফারজানা