ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের। দুই বোনের বিয়ে একইসঙ্গে। চোখে সানগ্লাস, হাতে তলোয়ার এবং ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন দুই বোন। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব!
এই দুই বোন নিজেদের বিয়েতে পুরুষদের মতোই ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে বিয়ে করতে গেলেন। গত ২২ জানুয়ারি একসঙ্গে বিয়ে ছিল খান্দোয়া এলাকার দুই বোন সাক্ষী ও সৃষ্টির। দু’জন নববধূই সেজে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলেন বরের বাড়ি। হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার রীতি রয়েছে রাজপুত সম্প্রদায়ের মধ্যে। এই দৃশ্য নতুন নয়। কিন্তু কনেদের এমন ভূমিকা বিরলই!
এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা গেছে, দুই বোনের মাথাতেই ছিল পাগড়ি। চোখে সানগ্লাস। আর হাতে তলোয়ার। একজন পরেছিলেন নীল শাড়ি, অন্যজন গোলাপি। দু’জনেই কনেযাত্রী নিয়ে চললেন বিয়ে করতে।
সূত্র : আজকাল
বিডি প্রতিদিন/ ওয়াসিফ