বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে ভেবে স্বামীকে সন্দেহ করতেন স্ত্রী। বিষয়টি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামীর গায়ে গরম তেল ঢেলে দেন স্ত্রী। গতকাল রবিবার ভারতের কর্নাটকের যশবন্তপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, যশবন্তপুরের বাসিন্দা পদ্মার সঙ্গে মঞ্জুনাথের বিয়ে হয়েছিল ন’বছর আগে। সম্প্রতি পদ্মা সন্দেহ করতে থাকেন তার স্বামী মঞ্জুনাথ বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ। তাকে ঠকানোর অভিযোগ তুলে রবিবার মঞ্জুনাথের সঙ্গে ঝগড়া করছিলেন ৩৬ বছরের পদ্মা। তর্কাতর্কির সময়ই তিনি কড়াইয়ে গরম হওয়া তেল ছুঁড়ে দেন স্বামীর মুখে। মঞ্জুনাথের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর তারাই মঞ্জুনাথকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/হিমেল