বর্তমান সময়ে প্রযুক্তি খুবই সহজলভ্য হয়ে উঠেছে। এ প্রযুক্তি শিশুদের মধ্যে ছবি আঁকার দক্ষতা তৈরিতে বাধা তৈরি করছে। প্রযুক্তিতে আসক্তির কারণে চিত্রাঙ্কনে অদক্ষ শিশুর হার ক্রমেই বাড়ছে। তুরস্কের একজন শিশু উন্নয়ন বিশেষজ্ঞ আন্দালু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।
আগামী ৩১ আগস্ট থেকে তুরস্কে অনলাইনে ক্লাস শুরু হবে। আইসেনুর বেকারোগলু নামের ওই বিশেষজ্ঞের মতে, পড়াশুনার বিষয়টি প্রযুক্তির মাধ্যমে হওয়ায় শিশুদের মধ্যে স্ক্রিনে আসক্তি আরও বাড়ছে। কিন্তু এটি মন্দের ভালো। শিশুদের অশিক্ষিত রাখার চেয়ে অনলাইন শিক্ষাই সেরা পদ্ধতি।
বেকারোগলু আরও বলেন, স্ক্রিন আসক্তি বছরের পর বছর ধরে পিতামাতার জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি ভালো হচ্ছে না। ফোন ও ট্যাবলেটের সামনে সময় কাটানোর ফলে বাচ্চাদের নিউরন ক্ষতিগ্রস্থ হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা