মাত্র ৩৪ সেকেন্ডের ভিডিও। কিন্তু দেখে আপনি আঁতকে উঠতে পারেন। তাল গাছে উঠে বসে আছেন এক ব্যক্তি। তারপর সেই গাছটি কাটার জন্য তোড়জোর শুরু করেছেন তিনি। তাও আবার গাছে চড়া অবস্থাতেই। প্রায় আকাশছোঁয়া উচ্চতা সেই গাছের। সেখান থেকে যদি ওই ব্যক্তি পড়ে যেতেন তাহলে মৃত্যু অবধারিত ছিল! তবুও সেই ব্যক্তি কায়দা করে গাছ কাটলেন। আর সেই ভিডিও যারা দেখলেন তারা ভয়ে কাঁটা হয়ে রইলেন।
আমেরিকার বাস্কেটবল তারকা রেক্স চ্যাপম্যান সবার প্রথমে ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি আকাশছোঁয়া তাল গাছের মগডালে উঠে বসেছেন। তারপর মগডালে বসেই ধারালো কিছু একটা দিয়ে গাছ কাটতে শুরু করলেন। তার ভারে গাছটি হেলে পড়েছিল অনেকটাই। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সেই ব্যক্তি তাল গাছের মাথা কেটে ফেলেছেন। ডালপালা সমেত গাছের মাথা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপর গাছের অবশিষ্ট অংশটি আবার সটান হয়ে যায়।
সেই ব্যক্তি তখন গাছটিকে জড়িয়ে বসে ছিলেন। গাছের সঙ্গে তিনিও হাওয়ায় দুলতে থাকেন বেশ কিছুক্ষণ। সেই ব্যক্তি এই উপমহাদেশের মানুষ হলে তাকে অনেকে হয়তো বলতেন, কলিযুগের কালিদাস! কবিবর হয়ে ওঠার আগে কালিদাস যে গাছের ডালে বসে ছিলেন সেটিই কেটে ফেছিলেন। তিনি নাকি এতটাই বোকা ছিলেন! তবে চ্যাপম্যানের শেয়ার করা ভিডিওতে ওই ব্যক্তি হয়তো ভারতীয় উপমহাদেশের নয়। তাই তার সঙ্গে কেউ কালিদাসের তুলনা করলেন না।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম