১১ ফুট লম্বা অজগর। এর সাপের সঙ্গে ওঠাবসা আট বছর বয়সী ইসরায়েলি এক মেয়ে শিশুর। সাপের সঙ্গেই বাড়ির পেছনের পুলে সাঁতার কাটে শিশুটি। শিশুটির নাম ইনবার। সে ছোট থেকেই সাপের সঙ্গে ওঠাবসা করে।
ডিজনি চলচ্চিত্র বিউটি অ্যান্ড দ্য বিস্টের প্রধান চরিত্রের নাম অনুসারে এই সাপের নাম রাখা হয়েছে বেলে।
আট বছর বয়সী এই শিশু দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলের একটি অভয়ারণ্যে তার বাবা-মায়ের সঙ্গে বড় হয়ে ওঠে। তাই সে প্রায় সবসময়ই পশুপাখির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় শিশুটি এখন অনেকটা সময় সাপের সঙ্গে কাটাতে পারছে।
অজগরের সঙ্গে শিশুটির খেলার একটি ভিডিও দেখুন এখানে ক্লিক করে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ