বিয়ের মৌসুম। করোনা আবহেই একাধিক বিধিনিষেধ মেনে অনেকেই কিন্তু বিয়ের পিঁড়িতে বসছেন। কিন্তু শুনেছেন কি পাঁচ দিনে দুজন মেয়েকে বিয়ে অর্থাৎ পরপর দুটি বিয়ে করেছেন কেউ? অবাক হলেন তো? এমনটাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, অভিযুক্ত ২৬ বছরের ওই ব্যক্তি পেশায় ইঞ্জিনিয়ার। থাকেন ইন্দোরের মুসাখেদি এলাকায়। গত ২ ডিসেম্বর খান্দওয়ার একজন মেয়েকে বিয়ে করেন তিনি। এরপর ৭ তারিখ আবার মৌ এলাকার এক মেয়েকে বিয়ে করেন। শেষপর্যন্ত স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে পুলিশে অভিযোগ জানান ওই ব্যক্তির প্রথম স্ত্রী। তারপর থেকেই ফোন বন্ধ করে পালান ওই ব্যক্তি।
অভিযোগে ওই ব্যক্তির প্রথম স্ত্রী জানান, ২ ডিসেম্বর ধুমধাম করেই অভিযুক্তের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়েতে ১০ লাখ টাকা খরচ করার পাশাপাশি ওই ব্যক্তিকে অনেক উপহারও দেন মেয়ের বাবা। বিয়ের পর স্ত্রীকে বাড়িতে না নিয়ে ইন্দোরের একটি জায়গায় গিয়ে থাকতে শুরু করেন। এরপর হঠাৎই একদিন স্ত্রীকে জানান, ভোপালে জরুরি কাজ রয়েছে, তাই তাকে সেখানে যেতে হবে। কিন্তু আসলে ভোপাল না গিয়ে মৌতে চলে যান। সেখানেই ৭ ডিসেম্বর আরেকজনকে বিয়ে করেন।
এদিকে, বিয়েতে উপস্থিত একজন ওই ব্যক্তিকে চিনতে পারেন। তারপর তিনিই ছবি তুলে ওই ব্যক্তির প্রথম স্ত্রীকে পাঠান। জানান, মা–বাবা, বোন–সহ পুরো পরিবারকে নিয়ে রীতিমতো সেজেগুজে বিয়ের আসরে এসেছেন ওই ইঞ্জিনিয়ার। এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তের প্রথম স্ত্রী। প্রতারণার মামলা রুজু করে পুলিশ।
এদিকে, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যে এই বিষয়ে কিছু জানতেন না, সেকথাই বলেন। এ ছাড়া জানান, প্রেম করে নয়, দেখাশোনা করেই বিয়ে হয়েছে তাদের।
অপরদিকে, পুলিশ খুঁজছে জানতে পেরেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত। ৭ তারিখ থেকে তার ফোনও বন্ধ। এমন জালিয়াতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ