আরএফএল গ্রুপের জনপ্রিয় হাউসওয়্যার পণ্যের ব্র্যান্ড ‘টেল প্লাস্টিক’, ফুটওয়্যার ব্র্যান্ড ‘ওয়াকার’ এবং রঙের ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’ এর বিভিন্ন পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে হবিগঞ্জের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবারে অনুষ্ঠিত এ সম্মেলনে শীর্ষ একত্রিশ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, টেল প্লাস্টিক, রেইনবো পেইন্টস ও ওয়াকার ফুটওয়্যারের চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ফাহিম হোসেন, টেল প্লাস্টিক ও ওয়াকার ফুটওয়্যারের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) বসির উদ্দিন এবং রেইনবো পেইন্টসের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) শাহজাহান সানীসহ কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর