কুকুরের স্তন্যপান করছে বিড়ালছানা। নাইজেরিয়ার একটি প্রত্যন্ত গ্রামের ভিডিও এখন ভাইরাল। যদিও এ ধরনের ঘটনা এর আগেও বিভিন্ন দেশে দেখা গেছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে, ওই বিড়ালছানাটির মা নেই। আর তাই ওই রাস্তার কুকুরটি বিড়ালছানাকে লালন-পালন করার জন্য এগিয়ে গিয়েছিল।
কিন্তু ভিডিওতে দেখা যায়, বিড়ালছানার কার্যকলাপে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল ওই কুকুরটি।
এদিকে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মোহনপুর ব্লকের বড়াই বাজারে ঘটল এমন ঘটনা। ক্ষুধায় কাতর ছিল একটি বিড়ালছানা। তাকে পরম আদরে কাছে টেনে নেয় পথের এক কুকুর। শুধু তাই নয় বুকের দুধ পান করিয়ে ক্ষুধা নিবারণ করে সেই বিড়ালছানার। এই কাজটি নিয়মিতই করে যাচ্ছে কুকুরটি। আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ