মুহূর্তের মধ্যেই তরতর করে দেয়াল বেড়ে উপরের দিকে উঠছে এক শিশু। যেমনভাবে মাকড়সা দেয়াল বেয়ে উঠে ঠিক তেমনি। সম্প্রতি টুইটারে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিও দেখে নেটিজেনরা তাজ্জব বনে গেছেন।
৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মাত্র পাঁচ বছর বয়সী একটি মেয়ে কোনো সহযোগিতা ছাড়াই মুহূর্তের মধ্যেই তরতর করে দেয়াল বেয়ে উপরে উঠছে। শুধু নিজের হাত ও পায়ের ওপর ভর করে দেওয়াল ধরে মুহূর্তের মধ্যে উপরে গেছে। মেয়েটি প্রথমে ঘরের একটি কোণে গিয়ে দাঁড়ায়।
এরপর দুই হাত দিয়ে দুদিকে দেয়াল ধরে। এরপর দুই পায়ের সাহায্যে উপরে উঠতে থাকে। এভাবে একদম সিলিং পর্যন্ত পৌঁছে যায় সে। সিলিংয়ে পৌঁছে শুধু দুই হাত দিয়ে দেয়াল ধরে শূন্যে পা ঝুলিয়ে বেশ খোশমেজাজেই দেখা যায় মেয়েটিকে।
মেয়েটির পরিবারের একজন সদস্যই ওই ভিডিও ধারণা করা হচ্ছে। ভিডিওটি ‘স্পাইডারগার্ল’ ক্যাপশন দিয়ে টুইটারের শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়। অল্প সময়ের ব্যবধানে ভিডিওটি ১২৪ হাজারের বেশি মানুষ দেখেছে।
দেখুন ভাইরাল ভিডিওটি
বিডি প্রতিদিন/আবু জাফর