বিমানে প্রচুর পরিমাণে পানীয় নিয়ে চলাফেলা করা নিষিদ্ধ। তা সত্ত্বেও আপেলের জুস ভর্তি বোতল নিয়েছিলেন এক তরুণী। চেকিংয়ের সময় আইন বহির্ভূত জুসের অতিরিক্ত বোতল জব্দ করেন নিরাপত্তারক্ষীরা। এরপরেই নিরাপত্তারক্ষীদের মারধর করেন ওই তরুণী। মারধরে অভিযুক্ত তরুণীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার আমেরিকার ফনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, গত মঙ্গলবার মাকিয়াহ কোলম্যান নামের ১৯ বছরের ওই তরুণী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাদের ওপর ওই হামলা চালান।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মারধর করার সময় কোলম্যান এক নিরাপত্তারক্ষীকে কামড়ে দেয়। কনুই দিয়ে একজনের মাথায় আঘাত করেন। আর অন্য আরেক জনকে চুল ধরে ঝাঁকিয়ে দিয়েছিলেন। এ ঘটনায় দু’জন নিরাপত্তারক্ষী গুরুতর জখম হন। পরে সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।
কয়েক মিনিটের মধ্যে ফনিক্স পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোলম্যানকে আটক করে। কোলম্যানের ৪ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত