মৌমাছির কারণে যুক্তরাষ্ট্রের হাউজটন থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিলম্বিত হয় কমপক্ষে তিন ঘণ্টা।
গত বুধবার জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট উড্ডয়নকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফ্লাইটটি টেক্সাসের রাজধানী থেকে উড্ডয়নের কথা ছিল বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে। কিন্তু বিমানের পাখায় জমায়েত হয়েছিল কয়েক হাজার মৌমাছি। ওই মৌমাছির কারণে তা বিকাল ৩টা ৩০ মিনিটের আগে আকাশে পাখা মেলতে পারেনি।
মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে ওই বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন অঞ্জলী ইনজেতি নামের একজন সাংবাদিক ও লেখিকা।
তিনি টুইটারে এ ঘটনা সময় সময় আপডেট দিয়েছেন। বিমানের পাখায় মৌমাছির তাণ্ডবলীলার ছবি শেয়ার করেছেন।
মৌমাছিগুলোকে তাড়াতে কয়েক ঘণ্টার চেষ্টায় বার বার ব্যর্থ হচ্ছিল কর্তৃপক্ষ। এক পর্যায়ে তারা সফল হন। বিমানটি আকাশে ওড়ে।
সূত্র : সিএনএন।
বিডি-প্রতিদিন/বাজিত