মুরগির তরকারিতে (চিকেন কারি) মিলেছে ইঁদুরের বাচ্চা। এরপরই ভারতের মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
মহারাষ্ট্র খাদ্য ও ওষুধ প্রশাসন ‘পাপা পঞ্চ দা ধাবা’ নামের ওই রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এক গ্রাহকের রোমহর্ষক অভিজ্ঞতার অভিযোগের পর এই আদেশ দেয় সংস্থাটি।
ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আরো বেশ কয়েকটি অনিয়ম খুঁজে পাওয়া গেছে।
গত রবিবার রাতে অনুরাগ সিং ও তার বন্ধু আমিন বান্দ্রা এলাকার ওই রেস্তোরাঁটিতে পাঞ্জাবি খাবার খেতে গিয়েছিলেন। তারা দুই জনে দু’টি খাবার অর্ডার করেন। একটিতে ছিল খাসির মাংস, অন্যটিতে চিকেন কারি। অনুরাগ চিকেন কারি মুখে দিয়েই আঁতকে ওঠেন। দেখেন মুরগি নয়, ওটা ছিল একটা বাচ্চা ইঁদুর।
অনুরাগ রেস্তোরাঁ ম্যানেজারকে বিষয়টি জানালে তিনি খারাপ আচরণ করেন। পরে পুলিশের দ্বারস্থ হয় ভুক্তভোগীরা।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল