যুক্তরাষ্ট্রের এক নারী এক রেস্তোরাঁ কর্মীর মুখে গরম খাবার ছুড়ে মেরেছিলেন। আর সেই ঘটনায় তাকে দোষী সাবস্ত্য করেছে আদালত। ওই নারীকে শাস্তি হিসেবে এক মাস কারাগারে কাটাতে হবে। তবে সেখানেই সাজা শেষ নয়। আরো দুই মাস তাকে ফাস্ট ফুড বিক্রির রেস্তোরাঁয় কাজ করতে হবে।
ভিডিওতে দেখা যায় রোজম্যারি হ্যানে নামের এক নারী এমিলি রাসেল নামের এক রেস্তোরাঁ কর্মীর মুখে ৫ সেপ্টেম্বর গরম খাবার ছুড়ে মারেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় চার সন্তানের জননী রোজম্যারিকে দোষী সাবস্ত্য করা হয়েছে।
আদালত তাকে দুই সাজার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলেন, হয় তিনি ৯০ দিন কারাগারে কাটাবেন। না হয় এক মাস কারাগারে থাকবেন এবং বাকি ৬০ দিন তিনি ফাস্ট ফুডের রেস্তোরাঁয় কাজ করবেন।
বিচারক তাকে বলেছেন, আপনি কি তার কাজটা দুই মাস করে দেখে শিখতে চান মানুষের তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত নাকি সাজার সময়টা আপনি কারাগারে কাটাতে চান।’ জবাবে অপরাধী রোজম্যারি বলেন, আমি তার কাজটাই করতে চাই।
বিডি প্রতিদিন/নাজমুল