ছাত্রজীবন থেকে শুরু, মাদারীপুরে ২৭ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন কারি মুহাম্মদ সুলতান। সংসারে রয়েছে অভাব-অনটন। শহরের কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকানে পুরি, শিঙাড়া, আলুর চপ, বেগুনি, পিঁয়াজু, ছোলা দিয়ে মুড়ি ভর্তা বিক্রি করে চলছে তার সংসার। প্রতিদিন তার বিক্রি হয় চার থেকে পাঁচ হাজার টাকা। সব খরচ বাদে প্রতি মাসে আয় করেন অর্ধ লাখ টাকা। জানা যায়, মাদারীপুর পৌর শহরের পুরাতন কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকান দেন হাফেজ কারি মুহাম্মদ সুলতান। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। লেখাপড়া শেষে ১৯৯০ সালে জীবনের তাগিদে চলে আসেন মাদারীপুরে। সন্তানরা বড় হওয়ার পর বেড়েছে সংসারের খরচ। মসজিদ থেকে যা সম্মানী পেতেন তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। ২০১২ সালে ৩ হাজার টাকা পুঁজি নিয়ে ভ্রাম্যমাণ একটি মুড়ির দোকান দেন। সেখানে ভালো বিক্রি হয়। শিঙারা পিঁয়াজু, আলুর চপ, বেগুনি ও মুড়ি ভর্তা বিক্রি শুরু করেন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পণ্যের দাম বাড়লেও এখনো তিনি ৫ টাকা করে বিক্রি করে যাচ্ছেন এসব খাবার। খাবার বিক্রি করে যে টাকা লাভ হয় তা দিয়ে সংসার পরিচালনা করেন। জমানো টাকা দিয়ে হজ করেছেন তিনি ও তার স্ত্রী। সরেজমিনে দেখা যায়, বেলা ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলে তার এ খাবার বিক্রি। তার দোকানে ভিড় করে বিভিন্ন এলাকা থেকে আসা খাবারপ্রেমিকরা। কেউ রিকশায় বসে, কেউ পাশে দাঁড়িয়ে, কেউ আবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন প্যাকেটে করে। স্থানীয়রা জানান, আজকাল ভেজাল খাবারের অভাব নেই। কিন্তু এই হুজুর যা বিক্রি করেন এগুলো ভালোমানের খাবার। তার খাবারে কোনো ভেজাল নেই। প্রতিদিনের খাবার প্রতিদিনই শেষ হয়ে যায়। অনেক সুস্বাদু খাবার। কারি মুহাম্মদ সুলতান বলেন, ‘ইমামতি করে যা পেতাম এতে সংসার চলা কঠিন হয়ে পড়েছিল। ভ্রাম্যমাণ দোকান বসিয়ে পুরি, শিঙাড়া বিক্রি করে ভালো টাকা লাভ হচ্ছে। এ টাকা দিয়ে মেয়েদের হাফেজ এবং কারি বানিয়েছি। ছেলেকে মাওলানা বানাইতে পারছি। আল্লাহর রহমতে এ ব্যবসায় আমার সফলতা এসেছে।’
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
মুড়ি ভর্তায় জীবনযুদ্ধ
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর