মেহেরপুরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নেতাকর্মীদের অসন্তোষের মুখে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়নাল আবেদীনকে অপসারণ করে প্রাধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করলেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক।
আজ বিকালে ৫ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডঃ মিয়াজান আলী বর্ধিত সভার সভাপতি হিসাবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদসদস্য জয়নাল আবেদীনের নাম ঘোষনা করে সভার কাজ শুরু করেন।
এরই মধ্যে উপস্থিত হন সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক। তিনি সভা স্থলে এসে পেৌছালে একাধিক নেতা-কর্মী সভাপতিকে অবাঞ্চিত ঘোষনা করে তার অপসরন চেয়ে হৈচই শুরু করে।
এসময় সভার সঞ্চালক অ্যাডঃ মিয়াজান আলী বিএম মোজাম্মেল হকের সাথে আলাপ করে মোজ্জামেল হকে সভাপতি এবং প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালনের কথা ঘোষনা দিলে পুনরায় সভা শুরু হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহজ্ব মোঃ গোলাম রসুল, মুজিব নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস প্রমুখ।