জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা’ শিরোনামে ছোট গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা।
রবিবার বিকেল ৩টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অফিসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় তিনজন শিক্ষার্থীর লেখা সেরা হিসেবে নির্বাচিত হয়। এই তিন শিক্ষার্থী হলেন-স্থাপত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান মিম, ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিএম মিকাইল হোসেন ও পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফিজ্জুল মাহিন।
প্রতিযোগিতা শেষে সেরা তিন গল্প লেখকের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা শুভসংঘের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক শ্রী তন্ময় কুমার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাখার দপ্তর সম্পাদক আহসান উল্যা আলিফ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শোভন রায়হানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই