জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ ও শহীদদের স্মরণে ‘জুলাই গণঅভ্যুত্থান; শহীদদের স্মৃতি সংরক্ষণ’ শিরোনামে ছোট গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় সেরা চারজনকে পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে প্রথম হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকেরুল ইসলাম। দ্বিতীয় হয়েছেন একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান। যৌথভাবে তৃতীয় হয়েছেন সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ বর্ষের মিথিলা আহসান ও বাংলা বিভাগের একই বর্ষের বাশির শাহরিয়ার হৃদয়।
প্রতিযোগিতায় আরও অংশগ্রহণ করেন বাংলা বিভাগের মাসুদ রানা, আরমান হোসাইন, মোস্তফা জামান হৃদয়, উজ্জ্বল চন্দ্র, কালাম ইসলাম, নাছিম হোসেন, শাহিন ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাকিবুল হাসান রাব্বি, আশিকুর রহমান, নাইমুর রহমান, সোহানুর রহমান, রাকিবুল ইসলাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান মামুন, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের মুনির উদ্দিন শেখ, রিয়াদ হাসান হীরা ও হ্যাপি আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের জবি শাখার সভাপতি মো. জুনায়েত শেখ, সহ-সভাপতি খাদিজা আক্তার আলিশা ও প্রচার সম্পাদক মুশফিকুর রহমান ইমন।
বসুন্ধরা শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুনায়েত শেখ বলেন, জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আমরা এ কর্মসূচির আয়োজন করেছি। পাশাপাশি আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
বিডি প্রতিদিন/ইই