ময়মনসিংহের ফুলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭১ জন কৃষককে উপহার হিসেবে সরিষা বীজ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানে কৃষকদের এক কেজি করে সরিষা বীজ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।
জানা গেছে, উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যায় কৃষকের চাষ করা আমন ধান মারাত্মক ক্ষতি হয়েছে। পানি কমলেও জমির ধান পচে গেছে। এ অবস্থায় এসব জমিতে সরিষা চাষের পরামর্শ দিয়েছে ফুলপুর উপজেলা কৃষি অফিস।
বন্যার পানি কমার পর অধিকাংশ কৃষক আর্থিক সংকটসহ নানা ভোগান্তিতে পড়েছেন। সেই কথা মাথায় রেখে প্রত্যেক কৃষককে এক কেজি করে সরিষার বীজ উপহার দিলো দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের সংগঠন বসুন্ধরা শুভসংঘ।
সরিষা বীজ পাওয়ার পর সিংহেরশ্বর ইউনিয়নের হাফিজা আক্তার বলেন, ‘বন্যায় সব শেষ। বাড়ি-ঘরে পানি আর পানি। পানি কমলেও সব শেষ। কৃষি অফিসের পরামর্শে এ সরিষার বীজ কাজে লাগামু।’
কৃষক শরাফ উদ্দিন বলেন, ‘এক কেজি বীজ দিয়ে ৮-১০ হাজার টাকার সরিষা লাভ করা যেতে পারে। বোরো ধান চাষের সময়েও বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে থাকবে বলে প্রত্যাশা করি।’
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কৃষিবিদ কামরুল হাসান কামু বলেন, বসুন্ধরা শুভসংঘের দেওয়া উন্নত জাতের বীজ পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা অনেক উপকৃত হবেন। এ সংগঠন শুধু ফুলপুর নয়, সারা দেশেই বেশ পরিচিত। শুধু মানবিক কাজ করে সংগঠনটি বৃহত্তম সংগঠন হিসেবে পরিচয় লাভ করছে। কৃষক-কৃষাণীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘ শস্যের নিবিড়তা বৃদ্ধিতে কাজ করবে। অন্যান্য সাথি ফসল হিসেবে সরিষা চাষ করা যেতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন। আমি এ সংগঠনের মানবিক কাজের প্রশংসা করছি। উন্নত সরিষা বীজ দিয়ে কৃষকরা অনেক উপকৃত হবেন। আমি যোগদানের পর বসুন্ধরা শুভসংঘের সঙ্গে এই প্রথম মানবিক কাজে অংশ গ্রহণ করলাম। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, খলিলুর রহমান, মোস্তফা খান, শুভসংঘের সভাপতি জিয়াউর রহমান পান্নাসহ অনেকে।
বিডি প্রতিদিন/ইই