বসুন্ধরা শুভসংঘ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় বেশ আনন্দের সঙ্গে সাধারণ জ্ঞান পর্ব উপভোগ করে তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম বলেন, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেশি বেশি করে এ ধরনের আয়োজন করলে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশ ঘটবে। আশা করি শুভসংঘ আগামীতে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে। এতে শিক্ষার্থীরা উপকৃত এবং প্রতিযোগিতামূলক লেখাপড়ায় মনোযোগী হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ। সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি।
এ সময় আরও বক্তব্য রাখেন মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ।
উপস্থিত ছিলেন শুভসংঘের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মশিউর রহমান রাহাত, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক শেখ ইরাণী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শুভসংঘের সাংগঠনিক কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ইই