জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে শহরের রাজাবাড়ী এলাকায় ডায়নামিক আইটি ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুস সাত্তার রনি। অনুষ্ঠানে যুবদের প্রতি দক্ষতা উন্নয়নে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন শুভসংঘের যুগ্ম-সম্পাদক, আইটি উদ্যোক্তা ও ওয়েব ডেভেলপার মাওলানা মিনহাজ উদ্দিন। তিনি যুবদের চাকরীর আশায় বসে না থেকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এখন আয় বুঝে ব্যয় নয়, ব্যয় বুঝে আয় করার মানসিকতা তৈরি কতে হবে। আইসিটিতে নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, গ্রাফিক্স, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ডাটা এন্ট্রি অপারেটরের মতো অনেক সম্ভাবনাময় আইসিটি খাত রয়েছে, যেখান থেকে সহজেই আত্মকর্মসংস্থান করে যুবকরা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন। তাছাড়া এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিও আনা সম্ভব।
এজন্য তিনি লেখাপাড়ার পাশাপাশি এখন থেকে আইসিটিতে দক্ষতা অর্জন এবং যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করতে যুবকদের আহ্বান জানান। অনুষ্ঠানে কালের কণ্ঠের শেরপুর জেলা প্রতিনিধি হাকিম বাবুল ও নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের শেরপুর প্রতিনিধি জোবায়দুল ইসলাম বক্তব্য রাখেন। তারা যুবকদের প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিনিধি/জুনাইদ