আজকের শিশু ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে। শিক্ষার আলো ছাড়া শিশুদের জন্য সুন্দর ভবিষ্যতের চিন্তা করা যায় না। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার প্রচেষ্টায় বসুন্ধরা শুভসংঘ সারা দেশে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নানামুখী কাজ করে যাচ্ছে।
সেই ধারাবাহিকতায় সোমবার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখার বন্ধুরা।
মিরপুর-১৪ নম্বরের বস্তি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের হাতেখড়ি হয়েছে বসুন্ধরা শুভসংঘ বন্ধুদের মাধ্যমে। তাদের লেখাপড়া চালিয়ে নিতে ও উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভ্যানচালক লেবু মিয়া বলেন, আপনেগো আল্লায় ভালো করব। শিশুরা ফেরেশতার মতো। হেগো আপনারা পড়ালেহা শিখান, বই, খাতা, কলম পেন্সিল দেন, মাঝেমধ্যে খাবার দাবারও দেন। আমার মাইয়াডা আপনেগো এহানে পড়ালেহা শিখতাছে। আমি আপনেগো লাইগা পরান ভইরা দোয়া করি।
শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখার শুভার্থী রুফাইদা আক্তার, সাবিহা সুলতানা, রিফাহ নানজিবা আবিকা, সজিবুল ইসলাম মহসিন ও স্বপ্না আক্তার।
বিডি প্রতিদিন/কেএ