বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে কুমিল্লা টাউন হল নগর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
সংগঠনের উপদেষ্টা, সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। সেই মোতাবেক আগামী এক বছরের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়ছে। এরমধ্যে অন্যতম হলো ‘আঞ্জুমান মফিদুল ইসলামে এতিমদের নিয়ে ইফতার আয়োজন’, ‘গরীব, আসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ’, ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’, ‘অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আওতায় নিয়ে আসা’, ‘বই পাঠের আয়োজন’, ‘রচনা প্রতিযোগিতা’, ‘শিক্ষার্থীদের মাঝে সবজির চারা বিতরণ’, ‘ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসবের আয়োজন’ সহ বিভিন্ন পরিকল্পনা।
এ সময় বসুন্ধরা শুভসংঘের সভাপতি জাহিদ পাটোয়ারী বলেন, ‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানকে ধারণ করে নানামুখী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে শুভসংঘ আজ দেশের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। বর্ণাঢ্য পরিকল্পনা আর কল্যাণমুখী মানুষিকতার কারণে শুভসংঘ সমাজের প্রতিটি স্তরকে আলোকিত করে যাচ্ছে। এর গর্বিত অংশীদার আমরাও হতে চাই। সেই লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির এটি প্রথম সভায়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা গোমেতী সংবাদের সম্পাদক ও সামাজিক ব্যক্তিত্ব মোবারক হোসেন, কুমিল্লার সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক এইচ এম মহিউদ্দিন, সহসভাপতি জহিরুল ইসলাম, আবুল বাশার রানা, অর্থ সম্পাদক সামছুল আলম রাজন, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিম মুন্তাছিম প্রমুখ।
কমিটিতে যারা আছেন
গত ২৬ ফেব্রুয়ারি বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও কালের কন্ঠের জ্যেষ্ঠ সহ সম্পাদক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৪৪ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারীকে সভাপতি ও নিউজ টুয়েন্টিফোর কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
উপদেষ্টা হিসেবে রয়েছেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরউর রহমান খান, কুমিল্লা কমার্স কলেজ অধ্যক্ষ হুমায়ূন কবীর মাসউদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী তারিকুল ইসলাম মজুমদার, কুমিল্লা ফরিদা বিদ্যায়তন স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ মজুমদার, গোমেতী সংবাদ পত্রিকার সম্পাদক ও সামাজিক ব্যক্তিত্ব মোবারক হোসেন, কুমিল্লার সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আ ন ম জানে আলম, এডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
সহসভাপতি হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম, আবুল বাশার রানা, মো. কামরুল হাসান, ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হোসনে মোবারক সানি, জসিম উদ্দিন চৌধুরী, মো. রায়হান হোসেন, মো. ইবনুল হাসান রায়হান, আসিফ মান্না, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তারেক, অর্থ সম্পাদক সামছুল আলম রাজন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন আকাশ, নারী বিষয়ক সম্পাদক মাকসুদা সুলতানা, সহ-নারী বিষয়ক সম্পাদক জান্নাত চৌধুরী, ইভেন্ট সম্পাদক মোতালেব হোসেন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মহসিন কবীর, প্রচার সম্পাদক আল আমিন কিবরিয়া,
সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিম মুন্তাছিম, স্বাস্থ্য ও মানবসম্পাদক বিষয়ক সম্পাদক ডা. এম এম তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মির্জা নূরুন্নবী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাসনিম আক্তার মিম, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মজুমদার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাকিব হোসেন, সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান, কার্যকরী সদস্য নেকবর হোসেন, মোহাম্মদ তারিকুল ইসলাম, নাজরীন আক্তার, আহমদ সিফাতুল্লাহ জাইম ও তাহসিন রাহমান।
বিডি প্রতিদিন/হিমেল