‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার খোদমাধবপুর মিস্ত্রিপাড়ায় উন্নয়ন সংঘ ক্লাবে বসুন্ধরা শুভসংঘ সদর উপজেলা শাখার উদ্যোগে এর আয়োজন করা হয়।
সদর উপজেলার নবগঠিত কমিটির আসতারুল আলমকে সভাপতি ও তানজিরুল হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি মোমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন, দফতর সম্পাদক মিলন আহম্মেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল মোমিন, কার্যকরী সদস্য জাকারিয়া ইসলাম জীবন, হারুন উর রশিদ, সাকিব হাসান, সাগর হোসেন, আল মামুন, আরিফ হোসেন, রুফাইদ ও সাইমুন চৌধুরী।
সভায় সবার মতামতে যেসব কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় তা হলো, মাদক প্রতিরোধে সচেতনতামুলক সভা, বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পিং, শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, বিনামূল্য ব্লাড গ্রুপিং ও পাঠ্যচক্রসহ বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেন বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সদর উপজেলা শাখার বন্ধুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শাখার শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন।
তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সমাজে ভালো ভালো কাজগুলো করতে চাই এবং শুভসংঘ বন্ধুদের সঙ্গে সবসময় পাশে থাকব। আমি বিশ্বাস করি, শুভসংঘ বন্ধুদের পাশে পেলে আমরা দিনাজপুর জেলায় সামাজিক সংগঠন হিসেবে মানুষের মনে জায়গা করে নিতে পারব।
এতে আরও বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার সভাপতি আসতারুল আলম ও সাধারণ সম্পাদক তানজিরুল হাসান।
বিডি প্রতিদিন/কেএ