তরুণ প্রজন্ম দুর্নীতি, বৈষম্য এবং দমন-পীড়ন নীতির বিরোধিতা করে। আমাদের তরুণরা দারুণ মেধাবী, উদ্ভাবনী শক্তিতে ভরপুর, চৌকষ, প্রত্যয়ী, দৃঢ়চেতা এবং খোলামেলা। রাষ্ট্রের গতিপথ নির্মাণে তরুণদের ভূমিকা নিছক প্রতীকী নয় বরং সক্রিয় এবং গতিশীল শক্তি। আইন শাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের সমালোচনামূলক চিন্তা, দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা এবং নতুন দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রবিবার বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে তরুণদের ভূমিকা’ শীর্ষক মুক্ত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে একঝাঁক তারুণ্যদীপ্ত মেধাবী মুখ যুক্ত হয়েছিল। এ সময় প্রত্যেকে নিজেদের মতামত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, বাংলাদেশে জনসংখ্যার এক তৃতীয়াংশ তরুণ। জনসংখ্যার এই বিবেচনায় বাংলাদেশ এখন সোনালী সময় পার করছে। ১৫ থেকে ৫৯ বছর বয়সীদের কর্মক্ষম হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে আমাদের নির্ভরশীল জনসংখ্যার চেয়ে কর্মক্ষম জনসংখ্যা বেশি। এখনই সময় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার।
বক্তারা আরও বলেন, এই সময়ে তরুণদের অনাকাঙ্ক্ষিত ভুল কিংবা রাষ্ট্রীয় অবহেলা, তরুণদের কাজে লাগাতে সঠিক নীতিমালা না থাকা বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের পদক্ষেপগুলোই আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা বিশ্বকে জয় করতে চাই।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান তার বক্তব্যে বলেন, "প্রজন্মের শক্তি, আদর্শবাদ ও উদ্ভাবনী চিন্তা সমাজ পরিবর্তনের জন্য অপরিহার্য উপাদান। তরুণরা মেধা, মনন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের অফুরান স্পর্ধায় আকাশ ছোঁয়ার অনিন্দ্য স্বপ্নকে বাস্তবায়ন করবে। অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের তরুণরাও আন্তর্জাতিক পর্যায়ে নাম লেখাচ্ছে নানা অভাবনীয় সাফল্যে অবদান রেখে।"
এই মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু হুরাইরা আতিক, কোষাধ্যক্ষ আব্দুল মোমিন, আইন সম্পাদক আরিব হাসান শাওন, সদস্য শারমিন, ঋতু, ঈশিতা, প্রিয়া, অনিক, জুয়েল, হানিফ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সভাপতি মেহেদী হাসান, গভঃ কলেজ অব এপ্লাইড হিউম্যান সাইন্স শাখার সভাপতি মুসলেমিনা সুলতানা, সদস্য বিপাশা বিথী, মুন্নি, জাকিয়া, আফিয়া, নাবিলা, সঞ্চিতা, রুকাইয়া, তাসলিমা, ফাহমিদা, রাজমিন, লামিয়া, বৃষ্টি সহ ইডেন মহিলা কলেজ শাখার প্রতিনিধি সাহিদা আক্তার, বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আশিকুর রহমান, আল-আমিন, হানিফ, এমদাদুল, সজল, জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক