শীতের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করলেও বেড়েছে শীতজনিত নানা অসুখ-বিসুখ। বিশেষ করে বয়স্করা পড়েছেন বিপাকে। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াতে আক্রান্ত গাইবান্ধার দরিদ্র জনগোষ্ঠির মানুষ চিকিৎসা ও ওষুধের অভাবে কষ্টে আছেন।
গোবিন্দগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের ছোটসোহাগী গ্রামের মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩৪ সত্তরোর্ধ নারী পুরুষ তার ব্যাতিক্রম নন। এই পরিস্থিতিতে অসহায় এ সব মানুষের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ।
বুধবার (১২ ফেব্রুয়ারী) স্থানীয় এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু সাধারণ ও তাৎক্ষণিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় ওষুধ নিয়ে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা হাজির হলে এত কষ্টের মধ্যেও হাসি ফোটে তাদের মুখে।
ফোকলা দাঁতে একগাল হেসে বরশি মাহমুদ বললেন, তোমরা গত শীতে হামাক কম্বল দিছিলেন, ‘ওষুধ দিছিলেন ভুলি নাই বাহে! ইবারও অ্যাসলেন। তোমারঘরোক খুব্যে মায়া লাগে’ !
বৃদ্ধাশ্রমের নিবাসীদের পক্ষে আনুষ্ঠানিকভাবে ওষুধের বাক্স নেন তাদের প্রতিনিধিরা। এ সময় বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আপেল মাহমুদ, শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তনু রায়, জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অয়ন সুলতান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল