বগুড়ার আদমদীঘির সান্তাহারে যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সান্তাহার আধুনিক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় ছাতিয়ানগ্রাম ফুটবল একাডেমি ও দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাব।
খেলার উদ্বোধন করেন সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান। এক ঘণ্টার ম্যাচে ছাতিয়ানগ্রাম ফুটবল একাডেমি ৪-৩ গোলে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবকে পরাজিত করে।
ম্যাচে প্রথম গোলদাতা ছিলেন দমদমা দলের ওমর, আর সেরা খেলোয়াড় নির্বাচিত হন ছাতিয়ানগ্রাম দলের আরাফাত। খেলাটি পরিচালনা করেন আলমগীর হোসেন।
বসুন্ধরা শুভসংঘ আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আদমদীঘি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। তিনি বলেন, "আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলার প্রতি মনোযোগী করতে চাই। বসুন্ধরা শুভসংঘ বসুন্ধরা গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা শফিকুল ইসলাম, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, বসুন্ধরা শুভসংঘ আদমদীঘি কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনি সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক আরাফাত রহমান জনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানভীর হাসান সম্রাট।
ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শকদের মধ্যে লেলিন হোসেন বলেন, "শুভসংঘের আয়োজনে ফুটবল খেলা দেখে খুব আনন্দ পেয়েছি। দুই দলই অসাধারণ ম্যাচ উপহার দিয়েছে। আয়োজকদের ধন্যবাদ জানাই।"
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি, সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা এবং দুই দলের মোট ৩০ জন খেলোয়াড়কে মেডেল তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/আশিক