আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বর্ণমালা লেখা ও শুদ্ধ উচ্চারণে বাংলা বর্ণমালা বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বর্ণমালা লেখা ও শুদ্ধ উচ্চারণে বাংলা বর্ণমালা বলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বর্ণমালা প্রতিযোগিতায় প্রথম হয়েছে দশম শ্রেণীর সুমাইয়া খাতুন, ২য় হয়েছে দশম শ্রেণীর হোসেন শাহ্ সৌরভ, তৃতীয় হয়েছে সপ্তম শ্রেণীর মোবাশ্বিরিন আক্তার। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকল প্রতিযোগীকে শান্তনামূলক পুরস্কার দেওয়া হয়।
বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দীন সরকার বলেন, "এভাবেও শিক্ষার্থীদের ভাষা সম্পর্কে যে সচেতন করা যায় তা আমাদের কাছে ছিলো অভিনব। এটা বেশ ভালো উদ্যোগ, বিশেষ করে আমরা যারা গ্রামে শিক্ষকতা করি, তারা একটি নতুন আয়োজন পেলাম। বসুন্ধরা শুভসংঘের সাথে জড়িত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"
বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি বলেন, "প্রতিযোগীরা অত্যন্ত সুন্দরভাবে বর্ণমালা লেখা সম্পন্ন করেছে এবং শুদ্ধ উচ্চারণে বর্ণমালা বলতে পেরেছে। প্রতিযোগিতা ঘিরে তাদের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যতা ছিল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বসুন্ধরা শুভসংঘ বন্ধুদের সত্যিই মুগ্ধ করেছে।"
বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত বলেন, "এই ধরনের শিক্ষামূলক প্রতিযোগিতা আমাদের উপজেলায় চলমান থাকবে।"
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সহ সভাপতি আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক শাহারিয়া সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক