ইডেন মহিলা কলেজের আশেপাশের রাস্তার ধারে কিংবা বড় কোনো গাছের গোঁড়ায় আশ্রয় খুঁজে নিয়েছে কিছু ছিন্নমূল মানুষ। কাগজ কিংবা কাপড় বেঁধে কোনোভাবে মাথা গোঁজার ব্যবস্থা করেছে তারা। বীভৎস দুর্বিষহ জীবন তাদের। তিনবেলা পেটপুরে খেতে পারাটাই যেন জীবনের পরম পাওয়া।
সংযম ও আত্মশুদ্ধির পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার (২ মার্চ) বসুন্ধরা শুভসংঘ ইডেন কলেজ শাখার বন্ধুরা এসব ছিন্নমূল অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় সহায়তা ও নিজেদের জমানো টাকা থেকে খাদ্য সহায়তা করেছেন তারা। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, লবণ, ছোলা, মুড়ি ও চিনি। শুভসংঘের বন্ধুদের কাছ থেকে খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হন।
খাদ্য উপহার পেয়ে স্বপ্না বেগম নামে এক বৃদ্ধা বলেন, "কেউ এভাবে আমাদের কাছে আসে নাই। এসব খাওন দিয়া আমরা রোজা রাখতে পারমু। তোমাগো জন্য অনেক দোয়া করি মা। তোমরা মানুষের মতো মানুষ হও। আল্লাহ তোমাগোরে অনেক বড় করুক।"
বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, "পবিত্র রমজান আমাদের জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা যেমন কিছু অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছি, তেমনি এই উদ্যোগে আমরা নিজেরাও আত্মতৃপ্তি পেয়েছি। ভবিষ্যতেও এমন ভালো কাজের উদ্যোগ নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো—সকলেই সেই প্রতিজ্ঞা করি।"
খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, অর্থ সম্পাদক সাহিদা খাতুন, সমাজকল্যাণ সম্পাদক ইফফাত সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল তাসলিমা, জান্নাতুল ফেরদৌস, তাহমিনা আক্তার, রুকাইয়া আক্তার, রীতু ইয়াসমিন বর্ণী, সুমাইয়া হোসেন, সায়মা জান্নাত প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক