জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
সংযম ও আত্মশুদ্ধির পবিত্র রমজান মাস উপলক্ষে মঙ্গলবার (৪ মার্চ) বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার বন্ধুরা এসব ছিন্নমূল অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য সহায়তা।
এই সহায়তা পেয়েছে ১০টি পরিবার। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, লবণ,পেঁয়াজ, আলু ও চাল। শুভসংঘের বন্ধুদের কাছ থেকে খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা আবেগে আপ্লুত হন।
খাদ্য উপহার পেয়ে কয়সর নামে এক বৃদ্ধা বলেন, কেউ এভাবে আমাদের কাছে আসেনি। এসব খাবার দিয়ে আমরা রোজা রাখতে পারবো। তোমাদের জন্য অনেক দোয়া করি। তোমরা মানুষের মতো মানুষ হও। আল্লাহ তোমাদের অনেক বড় করুক।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যান ও পরামর্শকেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন বলেন, বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে অনেক কাজ করেছে, সামনেও করবে। আর্ত মানবতার জায়গা থেকে রোজার মাসে ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।
তিনি আরও বলেন, আমরা যারা সমাজে বাস করি আমাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে। দায়িত্বটা হচ্ছে আমার পাশের বাসার মানুষ কেমন আছে, সেটা দেখা। বসুন্ধরা শুভসংঘ সামাজিক কার্যক্রমের পাশাপাশি, মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি দিচ্ছে। আমরা তাদের কার্যক্রমকে সাধুবাদ জানাই। আশা করছি বসুন্ধরা শুভসংঘ আগামী দিনে সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত নানাবিধ কাজে আরও বেশি যুক্ত হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহদী ইসলাম, শুভসংঘ জাবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহজাবিন আফরোজ, নির্বাহি সদস্য মাঈশা জাইনসহ অনান্য সদস্যবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ