সুবিধাবঞ্চিত শিশু আবির আজ খুবই উচ্ছ্বসিত। তার খুশি আর ধরে না। শুধু আবির নয়, মিরপুরের সুবিধাবঞ্চিত আরও অনেক শিশুর চোখে আজ একই খুশি।
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে রবিবার (৯ মার্চ) সকালে ২০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
কোরআন শরীফ পেয়ে শিশুদের কেউ পাতা উল্টে পড়ছে, কেউবা বুকে জড়িয়ে ধরেছে। তাদের চোখের উজ্জ্বলতা বলছে—তারা আজ কেবল একটি পবিত্র কোরআন শরীফ পায়নি, পেয়েছে ভালোবাসা, শিক্ষা আর পথচলার দিশা।
পবিত্র কোরআন শরীফ পেয়ে ছোট্ট আবির জানায়, ‘আমি পবিত্র কোরআন শরীফ পড়তে ও শিখতে চাই। আল্লাহর কথা জানবো, আম্মুকে শোনাবো।’
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজমুল হোসেন স্নেহভরে শিশুদের দিকে তাকিয়ে বললেন, ‘এরা আমাদের ভবিষ্যৎ। এদের হাতে যদি আমরা পবিত্র কোরআন শরীফের আলো তুলে দিতে পারি, তাহলে সমাজটা একদিন সত্যিই সুন্দর হবে।’
বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবক ওয়ালী খান ইউসুফযাই হাসিমুখে বলেন, ‘আমরা শুধু পবিত্র কোরআন শরীফ দিচ্ছি না, বরং ওদের স্বপ্নের সঙ্গে এক টুকরো আশার আলো যোগ করছি। এই শিশুরা যেন সত্যিকারের ভালো মানুষ হয়ে বেড়ে ওঠে, এটাই আমাদের চাওয়া। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ সমাজের অবহেলিত শিশুদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। ভবিষ্যতেও আমরা এভাবে আলো ছড়ানোর প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চাই। কারণ আমরা বিশ্বাস করি, পবিত্র কোরআনের জ্ঞানই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।’