দুনিয়ার ঘরে ঘরে
আসুক নববর্ষ
বৈশাখী ফুল ফুটে
মনে উঠুক হর্ষ।
পুরোনো ধ্যান-মন
বদলাক পঞ্জি-সন
হালখাতা নতুনে
থেমে যাক যুদ্ধক্ষণ।
আছে যত হিংসা
বিদ্বেষ ও যুদ্ধ
জেগে উঠুক মানবিক
বিবেক ও বুদ্ধ।
দুনিয়ার ঘরে ঘরে
আসুক নববর্ষ
বৈশাখী ফুল ফুটে
মনে উঠুক হর্ষ।
পুরোনো ধ্যান-মন
বদলাক পঞ্জি-সন
হালখাতা নতুনে
থেমে যাক যুদ্ধক্ষণ।
আছে যত হিংসা
বিদ্বেষ ও যুদ্ধ
জেগে উঠুক মানবিক
বিবেক ও বুদ্ধ।