এলো আবার নববর্ষ
সবার দ্বারে দ্বারে,
বাইরে এসো নতুন সাজে
ডাকছে বারে বারে।
সাজলো আকাশ বইছে খুশি
সারা বাংলা জুড়ে,
নতুন বছর নতুন আশায়
এলো আবার ঘুরে।
নদীর ধারে বটের তলে
বসে বোশেখ মেলা,
নানা রঙের নানান সাজে
ব্যস্ত সারাবেলা।
বছর ঘুরে আসুক ফিরে
খুশির নববর্ষ,
ঘুচে যাক সব দুঃখ দৈন্য
জাগুক নব হর্ষ।