পাখি ঘুরে নীল আকাশে
কদম গাছে থাকে,
লাল পাখি সাদা পাখি
উড়ে ঝাঁকে ঝাঁকে।
চোখ দুটো কালো রঙের
মাথার টায়রা সবুজ,
রঙিন পাখি বোঝে না রে
প্রাণটি তাহার অবুঝ।
কিচিরমিচির করে ডাকে
মধুর সুরে গায়ে,
মিষ্টি পাখি দুষ্ট অনেক
পালিয়ে যেতে চায়ে।
ঠোট্টি তাহার হলুদ রংয়ের
ডোরাকাটা পাখা,
পাখির ছানা পালিয়ে গেছে
ঘরটি শূন্য খা খা।