এই বোশেখে রাতের শেষে
জাগে নতুন ভোর,
এই বোশেখে সবাই সমান
আপন প্রিয় পর।
এই বোশেখে ভরেই আছে
বাগান ফুলে ফুলে,
এই বোশেখে এগিয়ে যাওয়া
গতকালকে ভুলে।
এই বোশেখে প্রাণের মেলা
এই বোশেখে সুখ,
এই বোশেখের রাঙা নতুন
আলোয় রঙিন মুখ।
এই বোশেখে সব অশুভ
জীর্ণ জরা বাদ,
পথ চলা হোক শুরু নিয়ে
আনন্দ সংবাদ।