কাঁঠাল পাতা আঠাল পাতা
তেঁতুল পাতা টক,
নাগরদোলায় চড়তে মেলায়
খুকুর বড়ই শখ।
বাঁশের পাতা চিকন চিকন
বরই পাতা গোল,
পুতুল নাচন দেখলে পড়ে
খুকুর গালে টোল।
আখের পাতা মিঠা মিঠা
মরিচ পাতা ঝাল,
গাঁয়ের বোশেখ মেলায় যাবে
খুকু সোনা কাল।
কাঁঠাল পাতা আঠাল পাতা
তেঁতুল পাতা টক,
নাগরদোলায় চড়তে মেলায়
খুকুর বড়ই শখ।
বাঁশের পাতা চিকন চিকন
বরই পাতা গোল,
পুতুল নাচন দেখলে পড়ে
খুকুর গালে টোল।
আখের পাতা মিঠা মিঠা
মরিচ পাতা ঝাল,
গাঁয়ের বোশেখ মেলায় যাবে
খুকু সোনা কাল।