কেউ কি আছো ওভাই এমন
ভালোবাসো বই,
কবি বলে কোথায় যাবো
সবখানে হৈ চৈ।
শিক্ষক বলে আমি এখন
কি যে করি আহা,
পড়তে চায় না তো ওরা
নাচে-গানে বাহা!
সারাটা দিন ঘোরাঘুরি
করতে লাগে ভালো,
পড়ার কথা বললে ওদের
মুখটা করে কালো।
কেউ কি আছো ওভাই এমন
ভালোবাসো বই,
কবি বলে কোথায় যাবো
সবখানে হৈ চৈ।
শিক্ষক বলে আমি এখন
কি যে করি আহা,
পড়তে চায় না তো ওরা
নাচে-গানে বাহা!
সারাটা দিন ঘোরাঘুরি
করতে লাগে ভালো,
পড়ার কথা বললে ওদের
মুখটা করে কালো।