বোশেখ এলো আজ
রঙ বাহারি সাজ
সানকি ভরা পানতা ভাতে
ইলিশ ভুনার তাজ।
বোশেখ এলো আজ
লাল পাইড়ে ভাঁজ
বটতলায় বসছে মেলা
সুর লহড়ী সাজ।
বোশেখ এলো আজ
বাঙ্গালিত্বের সাজ
ডাল খেচুরী লঙ্কা ঝাঁলে
পরব পরব লাজ।
বোশেখ এলো আজ
ফুল খোঁপাতে সাজ
রঙ তুলিতে বর্ষবরণ
ঝলসানো কারুকাজ ।