বছর ঘুরে আবার এলো
পহেলা বৈশাখ,
ডাকছে পাখি মধুর সুরে
মগডালের ঐ শাখ।
নতুন দিনের বার্তা নিয়ে
এলো নব ভোর,
দ্বন্দ্ব ভুলে বন্ধ মনের
খুলে দাও দোর।
বছর ঘুরে আবার এলো
পহেলা বৈশাখ,
ডাকছে পাখি মধুর সুরে
মগডালের ঐ শাখ।
নতুন দিনের বার্তা নিয়ে
এলো নব ভোর,
দ্বন্দ্ব ভুলে বন্ধ মনের
খুলে দাও দোর।