নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নিরাপদ সড়ক ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক সচেতনামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ লালপুর উপজেলা শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুভসংঘের পরিচালনা কমিটির সদস্য ও লালপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক আব্দুল ওয়াদুদ, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য ইমদাদুল হক প্রমুখ।
নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান বলেন, সড়কে চলতে না জানলে তা সবসময়ই বিপদজনক। অনিরাপদ সড়ক পরিবার, সমাজ, রাষ্ট্র এর জন্য আতঙ্ক। মূলত সচেতনতায় পারে এ আতঙ্ক থেকে আমাদের রক্ষা করতে।
লালপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক আব্দুল ওয়াদুদ বলেন, বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান লালপুর। হঠাৎ এই উষ্ণতা আরও বেড়েছে। অতিরিক্ত এ তাপদাহ থেকে বাঁচতে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ এর বিকল্প নেই। এ বিষয়ে শুভসংঘ দৃষ্টি দেবে বলে লালপুরবাসি আশা রাখে।
সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার প্রবণতা এড়াতে হলে রাস্তার দুই ধারে হেলে পড়া বা ঝুকে পড়া গাছগুলোকে অপসারণ করতে হবে। গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রাস্তায় চলাচলকারী সকল প্রকার চালক ও যাত্রীদের আরও সচেতন হতে হবে। তবেই সড়ক দুর্ঘটনার প্রবণতা অনেকাংশে কমবে। প্রচণ্ড গরমে ক্লান্ত-অবসন্ন হয়ে পড়তে পারে শিশু।
এ সময় দেখা দেয় পানি শূন্যতা, ঘাম থেকেও সৃষ্টি হতে পারে অস্বস্তি। শিশুর জন্য আরামদায়ক পোশাক, নিরাপদ খাবার এবং পানির ব্যবস্থা করতে হবে। সুস্থ থাকতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বেশি রোদে ছাতা ব্যবহার ও গাছের ছায়ায় আশ্রয় নিতে হবে। শিক্ষক ও অভিভাবকদের এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। গাছ হলো পরিবেশ বন্ধু, প্রতিটি পরিবার থেকে পর্যাপ্ত গাছ লাগাতে হবে ও পরিচর্যা করতে হবে। এমন সচেতনতা মূলক অভিভাবক সমাবেশ এর আয়োজন করায় বক্তারা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত