আজ বোশেখী মেলা
সাস বাতাসা হালুয়া রুটি
ঝাঁল মসলায় চটপটি
পানতা ভাতে ইলিশ ভুনা
সর্ষে বাটা লঙ্কা ধূনা
জমছে পসার খেলা।
আজ বোশেখী মেলা
রসুন পিঁয়াজ ডালে বড়া
ডিমে ছোঁয়া ঝাঁলে কড়া
পানতাভাত সানকি ভরা
দই মাখনে ঘোলে জড়া
বর্ষবরণ বেলা ।
আজ বোশেখী মেলা
বটতলায় সারি সারি
লাল পাইড়ে সাদা শাড়ী
ফুলে ফুলে খোঁপা ভারী
সুরে সুরে চোপা ভারি
পরব পরব বেলা
এসো হে বোশেখ এসো
আজকে মিলন মেলা।